Wellcome to National Portal
Main Comtent Skiped

দুর্ঘটনা এড়ানোর জন্য হুকিং বা অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে বিরত থাকুন। বেআইনিভাবে ইজি বাইক ও মোটর চালিত রিক্সার ব্যাটারি চার্জিং থেকে বিরত থাকুন। বিদ্যুৎ অপচয় রোধে বিদ্যুৎ যন্ত্রপাতি ব্যবহার করুন। সর্বোপরি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন এতে আপনার লাভ তথা দেশের লাভ। বিদ্যুৎ সেবা প্রাপ্তিতে আপনার যে কোনো অভিযোগ বা তথ্যের জন্য বিদ্যুৎ বিভাগের হট লাইন নাম্বার ১৬৯৯৯ বা ১৬৮৯৯  নাম্বারে যোগাযোগ  করুন। *** প্রতি মাসের বিদ্যুৎ বিল প্রতি মাসেই পরিশোধ করুন *** ঘরে বসে বিকাশ/রকেট/টেলিটক/নগদের মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন *** বিঃদ্রঃ বিদ্যুৎ বিল বকেয়া থাকলে আপনার বিদ্যুত সংযোগটি যেকোন মুহূর্তে বিছিন্ন করা হতে পারে **** 

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস লিংকঃ https://bidaquickserv.org/


Title
AGM-24
Details
০৮ ই ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ, রোজ বৃহস্পতিবার গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর প্রাঙ্গনে সমিতি বোর্ডের সম্মানিত সভাপতি, জেনারেল ম্যানেজার, সমিতি বোর্ডের সম্মানিত পরিচালক বৃন্দ ও সম্মানিত গ্রাহক সদস্য বৃন্দের সমন্বয়ে ২১ তম বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী(বাপবিবো, রংপুর জোন), নির্বাহী প্রকৌশলী (এস ও ডি) বাপবিবো কুড়িগ্রাম , সিনিয়র জেনারেল ম্যানেজার রংপুর পবিস-১, জেনারেল ম্যানেজার রংপুর পবিস-২, জেনারেল ম্যানেজার দিনাজপুর পবিস-২, সিনিয়র জেনারেল ম্যানেজার দিনাজপুর পবিস-১,জনাব শৈকত হালদার, সহকারী পরিচালক,পবিস মনিটরিং ও ব্যঃ পঃ(উত্তর অঞ্চল)ও অত্র পবিসের ডিজিএম , এজিএম সহ সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
বিপুল উৎসাহ উদ্দীপনা এবং সকলের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানটি খুব সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। 

জেনারেল ম্যানেজার,
গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি।
Images
Attachments
Publish Date
10/02/2024
Archieve Date
28/02/2025