Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

** নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন **  বিজ্ঞপ্তিঃ  বকেয়া বিদ্যুৎ বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলছে। সংযোগ বিচ্ছিন্ন এড়াতে সকল  বিদ্যুৎ বিল মোবাইল, টেলিটক, বিকাশ, ব্যাংক এবং অফিসের ক্যাশ শাখায় পরিশোধ করে পরিশোধিত বিদ্যুৎ বিলের কপি সংযোগ স্থলে রাখার জন্য অনুরোধ করা হলো। *** আরও উল্লেখ্য যে, আপনার ট্রান্সফরমার এবং মিটার চুরি রোধে পাহারা প্রদান করার জন্যও অনুরোধ করা হলো। ***

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস লিংকঃ https://bidaquickserv.org/


Future Plan

ভবিষ্যৎ পরিকল্পনা

 

 ১। ২০১৮ সালের মধ্যে শতভাগ বিদ্যুতায়ন।

 ২। গনতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল পর্যায়ে মানসম্মত বিদ্যুৎ সরবরাহ

      করা।                    

 ৩। টেকসই উন্নয়ন।

 ৪। গ্রাহক সেবা নিশ্চিতকরণ।

 ৫। সিস্টেম ডিজিটাইলাইজেশন।